নিউজার্সির প্যাটারসনে আগামী ১০ মে অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ড কাউন্সিল নির্বাচন। আর ওই নির্বাচনকে ঘিরে দুই নম্বর ওয়ার্ড এলাকায় জমে উঠেছে দুইজন বাংলাদেশি-আমেরিকানসহ চার কাউন্সিলম্যান প্রার্থীর প্রচার-প্রচারণা। শুরু হয়েছে নির্বাচনী পথসভা ও মতবিনিময়।
দেয়ালে দেয়ালে সাটানো হয়েছে পোস্টার। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ, রয়েছে ব্যানারও। আর নির্বাচনের সঙ্গী ‘প্রতিশ্রুতি’ তো রয়েছেই।
বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসনের দুই নম্বর ওয়ার্ডে কাউন্সিলম্যান প্রার্থী হিসেবে মাঠে থেকে দিনরাত পরিশ্রম করছেন ওই সিটি থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান ও বর্তমান কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল।
একইভাবে সর্বজন সমর্থিত প্রার্থী হয়ে প্রতিশ্রুতি নিয়ে ওয়ার্ডবাসীর মন জয় করতে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন আরেক বাংলাদেশি-আমেরিকান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর শাহীন খালিক।
এদিকে, সুযোগের সৎ ব্যবহার করতে চান ওই ওয়ার্ড থেকে তিনবারের নির্বাচিত সাবেক কাউন্সিলম্যান আসলান গাঁউ। অপরদিকে, একমাত্র ল্যাটিন-আমেরিকান প্রার্থী হিসেবে জোর প্রচার চালাচ্ছেন প্যাটারসন বোর্ড অব এডুকেশনের সাবেক কমিশনার এডি গঞ্জালেস।
এই চার কাউন্সিলম্যান প্রার্থীই প্যাটারসন শহরের বিভিন্ন স্থানে চষে বেড়াচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে।