দুবাই থেকে ২৬৪ বাংলাদেশী প্রবাসীকে নিয়ে অবতরণ করলো বিমানের চাটার্ড ফ্লাইট।
আজ ২৬ জুন বিকাল ৩টায় বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে এই ফ্লাইটের যাত্রীরা দুবাই বেড়াতে গিয়ে আটকা পড়েছিলেন। পরে দুবাইস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় যাত্রীরা বিমানের কাছ থেকে উড়োজাহাজ ভাড়া নিয়ে ফিরে আসেন।
এর আগেও বিমান এরকম আটকা পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে একাধিক ফ্লাইট করেছেন।