করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ৮৯ জন থাইল্যান্ডের নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।
শুক্রবার ঢাকার থাইল্যান্ডের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই স্মাইল এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার তারা ফেরত যান।
এ সময় বিমানবন্দরে থাই দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৭ এপ্রিল প্রথম দফায় ৩৫ জন থাইল্যান্ডে ফিরে যান। দ্বিতীয় দফায় গত ১৪ মে ১৯৭ জন নাগরিক ঢাকা ছাড়েন।
তৃতীয় দফায় ১৫৪ জন থাই নাগরিক ফিরে যান।