মন্ত্রীদের ভাষণ নয়, অ্যাকশনে যাওয়া উচিত: সেতুমন্ত্রী

o kader_2মন্ত্রীদের যে কোনো ইস্যুতে বেশি ভাষণ না দিয়ে অ্যাকশনে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ডাকবাংলো মাঠে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, আমরা যারা মন্ত্রী, তাদের বেশি ভাষণ না দিয়ে, বেশি বেশি অ্যাকশনে যাওয়া উচিত। ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। হাওরের তিন উপজেলার অল-ওয়েদার রোডের নির্মাণ কাজও শেষ হবে ২০১৮ সালে। এরপর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে এসব উপজেলার সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। তিনি বলেন, বর্তমানে হাওরে উন্নয়ন হচ্ছে। এখানকার মতো (নির্মিতব্য অল-ওয়েদার রোড) এতো সুন্দর রাস্তা ঢাকা শহরেও নেই। অষ্টগ্রামের সুস্বাদু পনিরের প্রশংসা করে তিনি বলেন, আমি এর আগে অষ্টগ্রামে এসে এখানকার পনির খেয়েছিলাম এবং সঙ্গে করে নিয়েও গিয়েছিলাম। দুপুরে কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মধ্যে অল-ওয়েদার মহাসড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এ উপলক্ষে মিঠামইন উপজেলার ডাকবাংলো মাঠে এ সভার আয়োজন করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.