চীন করোনা মোকাবেলায় বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিলো

চীন সরকার করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার জন্য চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করেছে।

চিকিৎসা সরঞ্জামাদির মধ্যে ৯টি হাই ফ্লো হিটেড রেসপিরাটরি হিউমিডিফায়ার, ১৮টি হাই ফ্লো হিটেড রেসপিরাটরি হিউমিডিফায়ারস সলুউশন-এ, ১৮টি হাই ফ্লো হিটেড রেসপিরাটরি হিউমিডিফায়ারস সলুউশন-বি, ৯টি হাই ফ্লো হিটেড রেসপিরাটরি হিউমিডিফায়ার শেলফ।

আজ ঢাকাস্থ চীন দূতাবাস হতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন এসব চিকিৎসা সরঞ্জামাদি গ্রহণ করেন।

সরঞ্জামাদি গ্রহণের সময় স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধি ও চীন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.