দেশি-বিদেশি ৯ রিক্রুটিং এজেন্সির কার্যক্রম স্থগিত

downloadবাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কর্মী প্রেরণে অনিয়মের অভিযোগে দেশের ৪টি রিক্রুটিং এজেন্সি এবং সিঙ্গাপুরের ৫টি এমপ্লয়মেন্ট এজেন্সির সকল কার্যক্রম স্থগিত করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গত ৭ এপ্রিল মন্ত্রণালয়ের এক আদেশে স্থগিত বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো হলো, গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল, ওয়েলটেক এমপ্লয়মেন্ট সার্ভিস, আল জান্নাত ওভারসিজ প্রাইভেট লিমিটেড, এবং আর এক্স কেয়ার ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি।

অন্যদিকে সিঙ্গাপুরের রিক্রুটিং এজেন্সিগুলো হচ্ছে, এফআরআর কনসালটেন্ট, ডব্লিউসিএ লিংকস, হান্ড্রেড মাইলস হিউম্যান রিসোর্সেস এমপ্লয়মেন্ট এবং ইউ কানেক্ট ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এবং জিএলইউ গ্লোবাল ক্যারিয়ার প্রা. লি. এমপ্লয়মেন্ট। আদেশে বলা হয়েছে, এসব রিক্রুটিং এজেন্সি’র এনওসি’র নবায়ন দেয়া হয়নি। মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব রিক্রুটিং এজেন্সির কার্যক্রম স্থগিত থাকবে। তবে অনিয়মের অভিযোগে কার্যক্রম স্থগিতের কথা অস্বীকার করেছেন আর এক্স কেয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী নূর-ই-আলম সিদ্দিকী। তিনি বলেন, কি কারণে স্থগিত করা হয়েছে তা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে। এখানে অনিয়ম বা প্রতারণার কোনো কথা বলা হয়নি।

এদিকে, অভিবাসন ব্যয় সহনীয় রাখার লক্ষ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সিঙ্গাপুরে কর্মী প্রেরণের জন্য নির্দিষ্ট নীতিমালার আওতায় ১৪টি রিক্রুটিং এজেন্সিকে সেন্ডিং অর্গানাইজেশন এর তালিকাভুক্ত করেছিলো। কিন্তু তালিকাভুক্ত না হয়েও রাজধানীর আশুলিয়ার জিরাবো বাজারের দুর্গাপুর পূর্বাচল ইউনিয়ন, নিশিন্তপুর, ঘোষবাগ, কাঠগড়া বাজারসহ উপশহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কিছু ট্রেনিং সেন্টার মোটা অঙ্কের টাকার বিনিময়ে সিঙ্গাপুরে কর্মী পাঠানোর নামে প্রতারণা করে চলেছে বলে অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানের অনেকেরই কর্মী প্রশিক্ষণ দেয়ার সরকারি অনুমোদন নেই। অসাদু এসব প্রতিষ্ঠানের কারণে অভিবাসন ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এছাড়া তাদের কারণে বৈধভাবে কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সিগুলো স্বল্প অভিবাসন ব্যয়ে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণে বাধাগ্রস্ত হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার কর্মী সিঙ্গাপুরে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.