৩ জুলাই ঢাকায় আসছে এয়ার এরাবিয়া, ৭ জুলাই পর্যন্ত টার্কিশের সব ফ্লাইট বাতিল
শারজাহগামী যাত্রীদের জন্য সুখবর
কাল শুক্রবার ৩ জুলাই রাতে ঢাকায় আসছে এয়ার এরাবিয়া। ১ জুলাই বুধবার থেকে শারজাহ-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার কথা থাকলেও প্রথম দিন আসতে পারেনি ঢাকায়। তবে কাল দ্বিতীয় ফ্লাইট থেকে ঢাকায় আসা শুরু হবে। কাল শুক্রবার সকালে আসার কথা থাকলেও আসবে রাতে। আবার রাতেই ওই ফ্লাইটটি শারজাহ ফিরে যাবে।
বৃহস্পতিবার রাতে এয়ার এরাবিয়ার ঢাকা অফিস সুত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য গত রোববার বাংলাদেশের সিভিল এভিয়েশন কতৃপক্ষ শারজাহ ঢাকা শারজাহ রুটে ফ্লাইট পরিচালণা করার জন্য এয়ার এরাবিয়াকে অনুমোদন দেয়। ওইদিন একই সংগে তুরস্কের বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্সকেও ঢাকা রুটে ফ্লাইট পরিচালণার অনুমোদন দেয়।
সিভিল এভিয়েশন সুত্রে জানাগেছে, এয়ার এরাবিয়া সপ্তাহে ২টি ফ্লাইট করবে ঢাকা থেকে। সপ্তাহে বুধবার ও শুক্রবার এই ফ্লাইট পরিচালনা করা হবে।
এদিকে কাল থেকে ঢাকায় ফ্লাইট পরিচালণা শুরু করার কথা থাকলেও আসছে না তুরস্ক ভিত্তিক বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (০২ জুলাই) এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, টার্কিশ সিভিল এভিয়েশনের হঠাৎ দেওয়া সিদ্ধান্তে ৭ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত ফ্লাইট বাতিল করা হলো।
১ জুলাই থেকে বাংলাদেশে ফ্লাইট চালুর অনুমতি পাওয়ার পর সাময়িকভাবে ফ্লাইট বাতিলের ঘোষণা দিল তার্কিশ এয়ারলাইনস।
এয়ারলাইনসটি জানায়, তার্কিশ সিভিল অ্যাভিয়েশনের হঠাৎ দেয়া সিদ্ধান্তে ৭ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।
তুরস্কের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের করোনা পরিস্থিতির আকস্মিকতার পুনর্বিবেচনায় চলতি সপ্তাহে যাত্রী পরিবহনে সাময়িক বিরতি প্রদানের নতুন নির্দেশনা প্রকাশিত হওয়ায় ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত ঢাকা-ইস্তানবুল রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
তার্কিশ এয়ারলাইনস আরও জানায়, এই প্রেক্ষাপটে ৩ থেকে ৭ জুলাই সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনতিবিলম্বে পরবর্তী ফ্লাইটগুলোতে তারিখের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট স্থানান্তর করার নিরলস চেষ্টা করে যাচ্ছে এয়ারলাইনসের ঢাকা অফিস। আমরা বিশ্বাস করি, করোনা পরিস্থিতির এই সময়ের অনাকাঙ্ক্ষিত সব ঘটনাই অনিয়ম নয় বরং দুর্যোগ বিবেচনায় সাময়িক অসুবিধাকে সহনশীল ও ক্ষমাসুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন।
বিমান পরিষেবা সংস্থাটি আরও জানায়, বর্তমান করোনা পরিস্থিতিতে শতাধিক যাত্রী অফিসে আগমন একই সঙ্গে ঝুঁকি ও সরকারি স্বাস্থ্যবিধির অন্তরায়। এই মর্মে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যাত্রীদের সব প্রশ্ন ও আবেদন ০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করে ও info@aeromate.com.bd ঠিকানায় ইমেইল করতে অনুরোধ জানানো হচ্ছে। সেই সঙ্গে আন্তর্জাতিক গ্রাহকরা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা +৯০৮৫০৩৩৩০৮৪৯ নম্বর ও ওয়েবসাইট থেকে সেবা গ্রহণ করতে পারবেন।