লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে উপজেলার ইছাপুর ইউনিয়নের সৌন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের গুলিতে শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ হন তারা।
এরা হলেন, এসআই মো. সেলিম ও কনস্টেবল শফি উল্যাহ। তাদের প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় এসআই সেলিমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাছির উদ্দিন ববলেন, দুই পুলিশ হাতে, গলায় ও পেটে গুলিবিদ্ধ হয়েছেন।
লক্ষীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) মো. জুনায়েত কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রধারী দুর্বৃত্তদের আটকে অভিযান চলছে।
গুলিবিদ্ধ এসআই মো. সেলিম জানান, তারা দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই কয়েক দুর্বৃত্তদের মধ্যে একজন তাদের লক্ষ্য করেন।