এভিয়েশন নিউজ রিপোর্টঃ
দেশের অভ্যন্তরীন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ওমান এয়ার।
দেশটির পরিবহন ও যোগাযোগমন্ত্রী ডাঃ আহমেদ মোহাম্মদ আল-ফুতাইসির মতে ওমান এয়ার নিজেদের কয়েকটি অভ্যন্তরীন রুটে পুনরায় ফ্লাইট চালু করেছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন: “সুপ্রিম কমিটি মাসকট ও তেলক্ষেত্রের কয়েকটি বিমানবন্দর এবং কয়েকটি অভ্যন্তরীণ রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে।”
বুধবার ওমান এয়ারের পাশাপাশি সালামএয়ারের ফ্লাইটগুলি মাসকট থেকে মারমুল এবং কার্ন অ্যালান বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।