রোমে বিমানের বিশেষ ফ্লাইট ৯ জুলাই

আগামী ৯ জুলাই ইতালিয়ান রেসিডেন্ট কার্ডধারী ও নাগরিকদের জন্য রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার (৩ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিজি ৪১৫৫/০৯ ফ্লাইটটি ৯ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে এবং
রোমে পৌঁছাবে দেশটির স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে। আগ্রহী যাত্রীরা ৫ জুলাই পর্যন্ত টিকিট কিনতে পারবেন।
২০টি বিজনেস ক্লাস ও ২৫৪টি ইকোনমি ক্লাস রয়েছে উড়োজাহাজটিতে।
ইকোনমি ক্লাসে ভাড়া ৯২ হাজার ৩০ টাকা ও বিজনেস ক্লাসে ভাড়া ১ লাখ ১৯ হাজার ৯৮২ টাকা।
টিকিট ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) ২৭৬ জন যাত্রী নিয়ে সবশেষ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.