আগামী ৯ জুলাই ইতালিয়ান রেসিডেন্ট কার্ডধারী ও নাগরিকদের জন্য রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার (৩ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিজি ৪১৫৫/০৯ ফ্লাইটটি ৯ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে এবং
রোমে পৌঁছাবে দেশটির স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে। আগ্রহী যাত্রীরা ৫ জুলাই পর্যন্ত টিকিট কিনতে পারবেন।
২০টি বিজনেস ক্লাস ও ২৫৪টি ইকোনমি ক্লাস রয়েছে উড়োজাহাজটিতে।
ইকোনমি ক্লাসে ভাড়া ৯২ হাজার ৩০ টাকা ও বিজনেস ক্লাসে ভাড়া ১ লাখ ১৯ হাজার ৯৮২ টাকা।
টিকিট ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।
এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) ২৭৬ জন যাত্রী নিয়ে সবশেষ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।