পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

images_125028বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের বেতন বাড়ানোর পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট।

শনিবার দুপুরে মহাখালীর ব্রাক সেন্টারে রানা প্লাজা ট্রাজেডির তৃতীয় বার্ষিকীতে সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

বার্নিকাট বলেন, শ্রমিকদেরকে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে। আর ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের দাবিগুলো তুলে ধরতে হবে। তাদের দাবি-দাওয়া নিয়ে সরকারকেও ভাবতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের পোশাক শ্রমিকদের সস্তা শ্রমের ওপর নির্ভর করেই শুধু পোশাক শিল্প টিকে আছে না, তাদের হাতের নৈপন্যতাও এ শিল্পকে টিকিয়ে রেখেছে। বাংলাদেশর পোশাক শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকদের বেতন বাড়াতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.