কায়রোতে আটকা পড়া ৪১ বাংলাদেশীকে ফিরিয়ে আনলো বিমান

মিশরের কায়রোতে আটকা পড়া ৪১ জন বাংলাদেশী যাত্রীকে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটাড ফ্লাইট। শনিবার সকাল সাড়ে ৭টায় বিমানের ফ্লাইটটি হযরত (র.) আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ তাদের দেশ থেকে আন্তজাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়। খোদ বাংলাদেশও অন্যান্য দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। এই অবস্থায় বিভিন্ন দেশে বেড়াতে গিয়ে ও চিকি/সরা জন্য গিয়ে হাজার হাজার বাংলাদেশী আটকা পড়েন। মিশর থেকে ফিরে আসা যাত্রীদের মধ্যে অধিকাংশ সে দেশে বেড়াতে গিয়ে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় এতদিন অটকা পড়েছিলেন। পরবতীতে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যস্ততায় বিমানের একটি উড়োজাহাজ ভাড়া করে এসব যাত্রী দেশে ফিরেছেন।

জানাগেছে দেশে ফেরা ৪১ জন যাত্রীর সবাইকে সেলফ কোারিনটেইনে পাঠানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.