ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরার জন্য আগামী ৮ জুলাই চেন্নাই থেকে ঢাকায় একটি বিশেষ
ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। তবে এ ফ্লাইটে ভ্রমণের জন্য করোনামুক্ত সনদ দেখাতে হবে।
শনিবার (৪ জুলাই) দিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ফ্লাইটের টিকিট ও অন্য তথ্যের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
তবে ফ্লাইটিতে ভ্রমণের জন্য কোভিড-১৯ মুক্ত সনদ থাকতে হবে। বাংলাদেশে পৌঁছানোর পর পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং বাধ্যতামূলক দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে।