ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালিন্দো এয়ার
সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমানসংস্থাটি
ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালিন্দো এয়ার।
সম্প্রতি ফ্লাইট পরিচালনার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)
তাদের এই অনুমতি দেয়।
তাদের সপ্তাহে ২ দিন ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
এ বিষয়ে মালিন্দো এয়ারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) গোলাম মোহাম্মদ সাকলায়েন সেলিম বলেন, ‘মালিন্দো এয়ার ১ জুলাই থেকে কুয়ালালামপুর-ঢাকা রুটে কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার জন্য সিভিল অ্যাভিয়েশনে আবেদন করেছে। গতকাল তাদের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে।
শিগগিরই ফ্লাইট চালুর তারিখ ঘোষণা করা হবে।’
মালিন্দো কুয়ালালামপুর হয়ে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি যাত্রী বহন করে আসছে। মালিন্দো এয়ারের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, এয়ার অ্যারাবিয়া, তুরস্কের তার্কিশ এয়ারলাইন্স ঢাকা রুটে থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়।
সূত্রঃ জাগোনিউজ২৪.কম