ঘুরে দাড়াতে পারলো না বিমান, আবারো বন্ধ হয়ে গেল সব ফ্লাইট!

লন্ডন বাদে আন্তর্জাতিক সব রুট আগামী ৩০ জুলাই পর্যন্ত বাতিল

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৪ মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারো ঘুরে দাড়ানোর চেষ্টা করেছিল রাস্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদশ এয়ারলাইন্স। সরকারের কাছ থেকে প্রনোদোনার ১০০০ কোটি টাকা পাবার পর নড়েচড়ে বসেছিল ম্যানেজমেন্ট। অভ্যন্তরিন রুটের বিপর্যয় কাটিয়ে আন্তজার্তিক রুট শুরু করেছিল। কিন্তু দুবাই সিভিল এভিয়েশনের কারণে সেই চেষ্টাও ভেস্তে গেছে। অবশেষে সব আন্তজাতিক রুট স্থগিত করে দিতে হয়েছে রোরবার রাতে।

জানাগেছে, লন্ডন বাদে আন্তর্জাতিক রুটে আগামী ৩০ জুলাই পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিমান সংস্থাটি।

এর আগে ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছিল সংস্থাটি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

এছাড়া বিমান জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটেও বিমানের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বিমান জানায়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সিভিল এভিয়েশন আগামী ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত প্রদান করেছিল। সে অনুযায়ী বিমান ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে।

কিন্তু অনিবার্য কারণবশত এই ফ্লাইটগুলো পরিচালনা স্থগিত করা হয়েছে। তবে ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিং করা দুবাইগামী যাত্রীদের বিমান কর্তৃপক্ষ কর্তৃক বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হচ্ছে বলে জানিয়েছে বিমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.