দেশের স্বার্থে কাজ করুন: প্রবাসীদের প্রতি পররাষ্ট্রমন্ত্রী

Foreign-minister-01প্রবাসে থাকা বাংলাদেশিদের ‘দেশের স্বার্থে’ একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে স্বীকৃত। চলমান এ উন্নয়নে প্রবাসীদেরও সম্পৃক্ত করতে হবে।”

প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন ‘ডিজিটাল’ কার্যক্রম শুরু করেছে জানিয়ে মন্ত্রী বলেন, এর ফলে কনস্যুলার সেবা দ্রুততর ও নতুন মাত্রা যোগ করেছে।

মন্ত্রীর সঙ্গে বৈঠকে আরও ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক মুস্তাফিজুর রহমান।

বৈঠকে কনসাল জেনারেল মো. শামীম আহসান সংক্ষেপে কনস্যুলেটের কার্যক্রম উপস্থাপন করেন।
পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের ‘নিরলস সেবা দিয়ে যাওয়ায়’ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন। তিনি তাদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.