শাহজালালে পৃথক ঘটনায় ১ কেজি স্বর্ণ জব্দ, আটক ২

hazratঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক ঘটনায় ১ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল শনিবার ও আগেরদিন শুক্রবার রাতে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। সে সময় ২ ব্যক্তিকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচাক ড. মইনুল খান বলেন, গতকাল দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমএইচ-১০২ ফ্লাইটে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি শাহজালালে নামেন। সে সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দারা তার লাগেজ তল্লাশি করেন। তখন লাগেজে থাকা একটি চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে ১৫টি ছোট স্বর্ণের বার ও ৮০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ৫৭৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। আটক গিয়াসউদ্দিনের বাড়ি ময়মনসিংহের মলপাড়ায়। তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাপরিচালক ড. মইনুল খান আরো বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার গভীর রাতে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দো এয়ারলাইনসের যাত্রী রনি আহমেদকে তল্লাশি করে তার কাছে থাকা প্যানটিন ব্র্যান্ডের ৪০০ মিলিলিটারের দুটি শ্যাম্পুর বোতলের ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণেরবার গলিয়ে লম্বা দুটি কাঠি তৈরি করে বোতল দুটির ভেতরে ঢোকানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৪৬২ গ্রাম ও এর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি দাবি করেন, জব্দ স্বর্ণের মালিক তিনি নন। মালয়েশিয়াতে বেড়াতে গেলে এক ব্যক্তি ঢাকায় তার এক স্বজনের জন্য দুই বোতল শ্যাম্পু দিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.