বিদেশী যাত্রীদের জন্য কোয়ারেন্টিন শিথিল করেছে যুক্তরাজ্য

ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানি, স্পেনসহ ৫৮টি দেশ থেকে ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের বিধি শিথিল

করেছে যুক্তরাজ্য সরকার।
গতকাল থেকে চালু হওয়া নিয়ম অনুসারে এই ৫৮টি দেশ থেকে আসা ভ্রমণকারীরা যুক্তরাজ্যের তিনটি দেশে প্রবেশ

করলে তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে না। খবর সিএনএন।

এই ৫৮টি দেশের তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র, চীন ও পর্তুগাল।

এসব দেশের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ব্রিটিশ সরকার জানিয়েছে।

ইংল্যান্ডের পাশাপাশি ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে ভ্রমণকারীরাও এ ছাড়ের সুবিধা পাবে। তবে যুক্তরাজ্যের অন্তর্গত হলেও একই ধরনের পৃথক একটি তালিকা তৈরি করেছে স্কটল্যান্ড। তবে তাদের তালিকাটি একটু ছোট, যেখানে জায়গা হয়েছে ৩৯টি দেশের। স্কটল্যান্ডের সংক্ষিপ্ত তালিকায় স্পেনের ঠাঁই হয়নি।

যুক্তরাজ্যের পরিবহনবিষয়ক প্রতিমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেছেন, ‘আপনি যদি অবকাশে থাকেন ও বিদেশে ভ্রমণ করতে ইচ্ছুক থাকেন অথবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম আবার চালু করতে চায়, তবে ব্রিটিশ জনগণ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সুসংবাদ।’

তবে প্রয়োজন মনে হলে ফের কঠোর বিধিনিষেধ আরোপে পিছপা হবে না যুক্তরাজ্য। শ্যাপস বলেন, ‘এ অবস্থায় আসতে গোটা জাতি নিরলস পরিশ্রম করেছে। এ কারণে আমাদের সুরক্ষার বিষয়টিকে সবার আগে দেখতে হবে। আমরা যেসব দেশের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছি, সেখানে যদি সংক্রমণ আবার বেড়ে যায়, তবে সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে দ্বিধা করব না আমরা।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.