২০ শতাংশ উচ্চপদস্থ কর্মকর্তা ছাঁটাইয়ের পথে লুফথানসা এয়ারলাইন্স

পুনর্গঠনমূলক পরিকল্পনার অংশ হিসেবে নেতৃত্বস্থানীয় ২০ শতাংশ এবং এক হাজার প্রশাসনিক কর্মী ছাঁটাই

করবে লুফথানসা এয়ারলাইন্স।
করোনাভাইরাস মহামারীর ধকল কাটাতে মঙ্গলবার এ ঘোষণা দেয় জার্মানির বৃহত্তম উড়োজাহাজ সংস্থাটি।

খবর রয়টার্স।

১ লাখ ৩৮ হাজার কর্মী বাহিনীর লুফথানসা গ্রুপ বলছে, নতুন উড়োজাহাজ নির্মাণে বিনিয়োগ অর্ধেক কমিয়ে আনবে।
তবে উড়োজাহাজ সংস্থাটি আরো বলছে, ২০২৩ সাল নাগাদ ৮০টি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করবে তারা।

করোনাভাইরাস মহামারীর কারণে ভ্রমণ খাত সংকুচিত হয়ে পড়ায় গত মাসে বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে রক্ষা

পেতে সরকারের ৯০০ কোটি ইউরোর বেইলআউট সমর্থন দিয়েছে শেয়ারহোল্ডাররা।

মঙ্গলবার লুফথানসা জানায়, অতিরিক্ত সুদের ভার কমাতে এবং সরকারি ঋণ ও শেয়ার কমানোর চেষ্টা করছে তারা। উড়োজাহাজ সংস্থাটি তাদের ২২ হাজার পূর্ণকালীন কর্মীর কোনো প্রয়োজন দেখছে না। তবে তারা জোর করে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি এড়ানোর চেষ্টা করছে বলে জানায় লুফথানসা।

কর্মী ছাঁটাই পরিকল্পনা নিয়ে শ্রমিক ইউনিয়নের সঙ্গে চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে বলে জানায় লুফথানসা। তবে এখন পর্যন্ত মাত্র কেবিন ক্রুদের প্রতিনিধিত্বশীল ইউএফও ইউনিয়নের সম্মতি আদায় করতে পেরেছে তারা। এখনো পাইলট ও গ্রাউন্ড স্টাফদের প্রতিনিধিত্বশীল শ্রমিক ইউনিয়নগুলোর সমর্থন আদায়ের জন্য আলোচনা চালাচ্ছে উড়োজাহাজ সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.