কাশ্মিরগামী একটি প্লেনে উড্ডয়নের ১০ মিনিট পর প্রবল কাঁপুনি শুরু হয়। এ সময় যাত্রীদের হৈচৈ ও চিৎকার
শোনা যায়। অনেকে কোরআনের আয়াত ও দুআ পাঠ শুরু করে।
গত শনিবার সৌদিআরবের রিয়াদ থেকে কাশ্মীরগামী ইন্ডিগো এয়ারলাইন্স নামে একটি বিমানে এমনটি ঘটে।
বিমানটি উড্ডয়নের পর দুই মিনিটের বেশি সময় পর্যন্ত হালকা কাঁপুনি চলতে থাকে। ধারণকৃত ভিডিও ফুটেজে
যাত্রীদের ভয়ে চিৎকার করতে শোনা যায়। বিমান বিধ্বস্ত হওয়ার ভয়ে অনেকে প্যারাসুট পরিধান শুরু করে।
ব্রিটেনের পত্রিকা দ্য মিররকে বিমানের এক যাত্রী বর্ণনা করেন, রিয়াদ থেকে বিমান কাশ্মীরের শ্রীনগর শায়খুল আলম বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের পর থেকে বিমানে বেশ কয়েক বার প্রচণ্ড কাঁপুনি দেখা দেয়। প্যারাসুট পরা থাকলেও এতে যাত্রীরা বিশেষত বয়স্ক ব্যক্তিরা প্রচণ্ড ভয় পায়। যাত্রীরা উচ্চস্বরে দুআ করতে থাকে। অনেকে কেরআন তিলাওয়াত করে। তবে বিমানটি নিরাপদে শ্রীনগরের বিমানবন্দরে এসে পৌঁছে।