নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরির ক্ষেত্রে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল। এর মাধ্যমেই হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছিল। প্রতিরক্ষা, নিরাপত্তা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্রিটিশ ডিফেন্স কন্ট্রাক্টর বিএই সিস্টেমসের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সুইফটের একজন মুখপাত্র বলেছেন, তাদের ক্লায়েন্ট সফটওয়্যারকে টার্গেট করে ম্যালওয়্যার বসানোর বিষয়টি তারা জানতে পেরেছে।
সুইফটের মুখপাত্র নাতাশা দেতেরান জানিয়েছেন, ওই ম্যালওয়্যারকে অকার্যকর করতে তারা সোমবার একটি সফটওয়্যার আপডেট দেবেন। একইসঙ্গে সুইফটে সংযুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইবার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে দেখার বিষয়েও সতর্ক করা হবে।
গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার হ্যাকিংয়ের মাধ্যমে শ্রীলংকা ও ফিলিপাইনের দুটি ব্যাংকে পাঠানো হয়। অর্থ উত্তোলক প্রতিষ্ঠানের নামের বানান ভুলের সুবাদে শ্রীলংকায় পাঠানো ২০ মিলিয়ন ডলার আটকে দেয় ব্যাংক। অবশ্য ফিলিপাইনের রিজল ব্যাংকে পাঠানো ৮১ মিলিয়ন ডলার উঠিয়ে নিতে সক্ষম হয় জড়িতরা।