হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬০ টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমসের শুল্ক গোয়েন্দা তদন্ত বিভাগ। ওই যাত্রীর নাম হাবিবুর রহমান।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রীর কাছ এগুলো উদ্ধার করা হয়। এই সময় তাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে
ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার রিয়াজুর ইসলাম জানান, হাবিবুর রহামন দুবাই থেকে ওজন মাপার যন্ত্র ও বেশ কিছু খেলনা আনেন। সন্দেহ হলে জিনিসপত্রগুলি তল্লাশি করা হয়। পরে সেখান থেকে সাড়ে তিন কেজি ওজনের মোট ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।