সৌদি পর্যটন ও ন্যাশনাল হেরিটেজ (এসসিটিএইচ) কমিশনের প্রেসিডেন্ট, যুবরাজ সুলতান বিন সালমান, রোববার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পোস্ট-ওমরাহ প্রোগ্রামের আওতায় ওমরাহ হজের ভিসায় আগত বিদেশিগণ তাদের ভিসা পর্যটন ভিসায় রূপান্তরের মাধ্যমে সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন।’
সৌদি পর্যটন ও ন্যাশনাল হেরিটেজ কমিশন ‘দ্যা কিংডম ইজ মুসলিম ডেস্টিনেশন’ নামে সৌদি পররাষ্ট্র ও হজ মন্ত্রণালয়ের কাছে এক প্রস্তাবনার মাধ্যমে বিগত কয়েক বছরে আগে থেকেই এ বিষয়ে কাজ শুরু করে।
রোববার রিয়াদে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে যুবরাজ সুলতান বিন সালমান বলেন, ‘বিদেশি নাগরিকগণ ওমরাহ সম্পন্ন করার পর তাদের ওমরাহ ভিসাকে পর্যটন ভিসায় রূপান্তরের মাধ্যমে সৌদি আরবের সকল দর্শণীয় স্থান, ইসলামিক ঐতিহ্যবাহী স্থাপনা, দেশের আভ্যন্তরীণ সকল পর্যটনস্থান, শপিং সেন্টার, সৌদি কৃষ্টি কালচার, সংস্কৃতি, চিকিৎসা, শিক্ষা, বিপণন, বিভিন্ন ধরনের প্রদর্শনী পরিদর্শন এবং সম্মেলনে যোগ দেয়ার সুযোগ পাবেন।
তিনি আরো জানান, সৌদি পররাষ্ট্র ও হজ মন্ত্রণালয়ের সহযোগিতায় বেশ কয়েক বছর আগে থেকেই এটির কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘ সময় নিয়ে এটি বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে বিজনেস ভিসা ও উপসাগর সহযোগী দেশের নাগরিকগ ‘পোসট-ওমরাহ’ প্রোগ্রামের আওতায় ভিসা পরিবর্তনের মাধ্যমে বিশেষ সুবিধানিয়ে উপকৃত হতে পারবেন। সূত্র: সৌদি প্রেস এজেন্সি