গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে রি-ভেরিফিকেশনে আরও উৎসাহ দিতে দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর বাংলালিংক নিয়ে এসেছে প্রতিদিন মালয়েশিয়ায় কাপল ট্রিপ জিতে নেবার সুযোগ। একইসঙ্গে বাংলালিংক দিচ্ছে প্রতি ঘণ্টা এলইডি টিভি এবং স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ।
বাংলালিংকের যে সমস্ত গ্রাহক তাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তারাও ‘জোসসস অফার’ নামের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন বলে বুধবার (২৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গ্রাহকদের দিনের নির্দিষ্ট সময় তাদের মোবাইলে ৫৮ টাকা রিচার্জ করতে হবে। সকাল ১০টায় ৫৮ টাকা রিচার্জ করা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্নকারী প্রথম গ্রাহক জিতে যাবেন সমস্ত খরচ এবং আপ্যায়নের ব্যবস্থাসহ মালয়েশিয়া কাপল ট্রিপ।
প্রতিদিন দুপুর ১২টায় রিচার্জকারী প্রথম গ্রাহক জিতে নেবেন একটি এলইডি টিভি।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ঘন্টায় প্রথম রিচার্জকারী দশজন করে গ্রাহক জিতে নেবেন একটি করে স্মার্টফোন।
বাংলালিংক গুলশানে তাদের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে সম্প্রতি এ প্রতিযোগিতার প্রথম ভাগের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে।
বাংলালিংকের চিফ টেকনিক্যাল অফিসার সঞ্জয় ভাঘাশিয়া, হেড অব বিটুসি সেলস্ অ্যান্ড ডিস্ট্রিবিউশন মারুফ মিজান এবং হেড অব কাস্টমার বেস ম্যানেজমেন্ট-বিটুসি, মার্কেটিং মাহবুবুল আলম ভূঁইয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন।
বাংলালিংকের হেড অব কাস্টমার বেস ম্যানেজমেন্ট-বিটুসি, মার্কেটিং মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘গ্রাহকের ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সিম রি-ভেরিফিকেশনের গুরুত্ব অপরিসীম। আমরা দুই কোটিরও বেশি সিমের রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন করেছি। আমরা প্রতিযোগিতায় গ্রাহকদের বিপুল অংশগ্রহণে খুশি এবং আশা করি যারা এখনো রি-ভেরিফিকেশন সম্পন্ন করেননি তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের সিমের ভেরিফিকেশন সম্পন্ন করবেন’।