নিউইয়র্কে বাংলাদেশিদের বাণিজ্য মেলা ২২ মে

newyork20160427110208নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নান্দুস পার্কিং লর্ড এবং পার্টি সেন্টারে ( ৭২-১১ রোজভেল্ট এভিনিউ) বছরের সেরা বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে ২২ মে। এবারের মেলা হবে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। এতে নিউইয়র্ক ছাড়াও অন্যান্য অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিবেন।

দিনব্যাপী এই বাণিজ্য মেলায় থাকবে রকমারি ঈদের পোশাক যেমন, পায়জামা পাঞ্জাবী, সেরওয়ানী। মহিলাদের জন্য রয়েছে ঈদের রং বেরঙের শাড়ী, দোপাট্টা, লেহেঙ্গা, ধুতী, পাটজাতদ্রব্যের পোশাক, পাটের শিকা, ইমিটেশনের গহনা, ফোশকা, ঝাল মুড়ি, নানাহ মুখ রোচক পিঠা আইসক্রীম ইত্যাদি।

বাংলাদেশের কুটির শিল্পকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারজাত করার জন্য ওয়ার্ল্ড ট্রেড ফেয়ারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ সরকার। তবে ‘বিএফসিসিআই’ তৎপর হলে বাণিজ্য মেলা আরও চাঙ্গা হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। ওয়ার্ল্ড ট্রেড ফেয়ার শুধু আগামী বছর বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড, কোরিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্যান্য দেশের ট্রেড এন্ড বিজনেস কনসাল জেনারেল সমন্বয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করতে ইচ্ছুক। এ কারণে বাংলাদেশ সরকারের সর্বাত্মক সাহায্য সহযোগিতা প্রয়োজন।

বাণিজ্য মেলায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, কনসাল জেনারেল ছাড়াও বহির্বিশ্বের অতিথিদের আমন্ত্রন জানানো হয়েছে। আরো আমন্ত্রন জানানো হয়েছে এশিয়ান ককাসের চেয়ারম্যান কংগ্রেসওম্যান গ্রেসমেং, জোসেফ ক্রাউলী, বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাজ, স্টেট সিনেটর হোজে প্যারাল্টা, স্থানীয় কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম এবং মুলধারার অনেক নেতৃবৃন্দকে। দিনব্যাপী বাণিজ্য মেলায় সকল সংবাদ মাধ্যমের প্রধান সম্পাদক, সম্পাদক, পরিচালক, ফটো সাংবাদিকসহ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মেলায় বুটিক শিল্প, কুটির শিল্প, হস্ত শিল্প এবং ইমিটিশনের কর্ণধার বিশেষত: মহিলা উদ্যোক্তাদের ষ্টল বুকিং দেওয়ার জন্য অনুরোধ করেছেন ওয়ার্ল্ড ট্রেড ফেয়ারের প্রেসিডেন্ট এন্ড সিইও শাহ শহীদুল হক সাঈদ (ফোন:৩৪৭-৪৭৬-৯৪২৪)। এছাড়া সবাইকে স্বপরিবারে মেলায় আসার আমন্ত্রন জানিয়েছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.