ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্যামিলি রিইউনিয়ন ভিসা ফি বৃদ্ধি করা হয়েছে। মাত্রাতিরিক্ত ভিসার ফি বৃদ্ধির ফলে প্রবাসীরা এটাকে জুলুম হিসেবে অভিযোগ করেছেন। ডি টাইপ ভিসার ফি এর আগে ছিল মাত্রা ১২ হাজার ৫০০ টাকা।
গত রোববার (২৪ এপ্রিল) থেকে প্রতিটি ফাইলের জন্য এক ধাপে বেড়ে বর্তমান ফি ৩৭ হাজার ৬২৫ টাকা ধার্য করা হয়েছে। এর ফলে প্রবাসীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রবাসী বাংলাদেশিরা জানান, ইতালি দূতাবাসের নির্বাচিত এজেন্সি ভিএফএস গ্লোবাল। তারা এক ধাপে ভিসা ফি এতো বেশি বৃদ্ধি করেছে যে আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে। যা অন্যায়ের শামিল। বৃদ্ধির একটা সীমাবদ্ধতা থাকা দরকার। তারা এটাকে মেনে নিতে পারছেন না।
জোর করে ফি আদায় করা হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশিরা। তাছাড়া এর কোনো যৌক্তিক কারণও খুঁজে পাচ্ছেন না তারা। তাই এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ইতালি প্রবাসীরা।
উল্লেখ্য, ভিএফএস গ্লোবাল এজেন্সি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশের মাধ্যমে ফ্যামিলি রিইউনিয়ন ভিসা ফি বৃদ্ধির কথা জানায় এবং ২৪ এপ্রিল থেকে ভিসার ফি কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।