আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। সমাবেশটি আয়োজন করছে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার তাদেরকে এ বিষয়ে সম্মতি দেয়।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
এর আগে, গণপূর্ত অধিদপ্তর পুলিশের অনুমতি সাপেক্ষে শ্রমিক দলকে শ্রমিক সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক সমাবেশ সফলে প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে। আশা করছি, নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন হবে।
বিএনপির এই নেতা প্রত্যাশা করেন, শ্রমিক সমাবেশে ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গি, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, ছাত্রদলের যুগ্ম সম্পাদক সেলিনা সুলতানা নিশীতা, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।
এর আগে মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছিলেন, পহেলার মে’র সমাবেশটি হবে স্মরণকালের বৃহত্তম সমাবেশ।
এ উপলক্ষেই গত ২৭ এপ্রিল যৌথ সভার আয়োজন করে মহানগর।