পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানবসম্পদ। আমাদের দেশের অর্থনীতি সচল রেখেছে প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সে ভর করেই গত কয়েকদিন আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
রেমিটেন্সের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে। যার পরিমান ইউরোপ-আমেরিকার তুলনায় কয়েকগুন বেশি। অথচ দেশে সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা পশ্চিমাদেশে বাসকারীদের তুলনায় অনেক পিছিয়ে। আর এ কারণে ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া অবস্থানকারী প্রবাসীরা। তারা এই বৈষম্য দূর করে অবিলম্বে সমমর্যাদা দাবি করেছেন।
তাদের বক্তব্য ইউরোপ-আমেরিকায় যারা থাকেন তারা দেশের জায়গা সম্পত্তি বিক্রি সেখানে নিয়ে যায়, বাড়ী-ঘর বানায়। অথচ মধ্যপ্রাচ্য প্রবাসীরা প্রতিমাসে যে বেতন পায়, তার প্রায় সবটাই দেশে পাঠায়।
মধ্যপ্রাচ্য প্রবাসীদের আরো অভিযোগ ইউরোপ আমেরিকায় প্রবাসীরা দেশে গেলে বিমানবন্দরে পায় ভিআইপি মর্যাদা, আর তারা পান শুধুই দুর্ব্যবহার আর হয়রানি। একই অবস্থা মিডিয়ার ক্ষেত্রেও। ইউরোপ-আমেরিকা থেকে নিউজ পাঠালে হয় তিন মিনিটের প্রতিবেদন, আর মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে হয় ৩০ সেকেন্ডের নিউজ।
তাদের প্রশ্ন আমরা (মধ্যপ্রাচ্য প্রবাসীরা) কি দেশের অর্থনীতির চাকা সচল রাখছি না।