কক্সবাজার বিমানবন্দরের পাশের পরিবারগুলোকে উচ্ছেদে নিষেধাজ্ঞা

কক্সবাজার বিমানবন্দরের পাশে বসবাসরত ৮৩০ পরিবারকে উচ্ছেদে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট বিভাগ।

এ সংক্রান্ত এক রিটের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শহিদুল করিমের বেঞ্চ এই আদেশ দেন।
রোববার (৮ আগস্ট) আদেশের বিষয়টি জানিয়েছেন রিটকারী আইনজীবী কেএম সগীর।

তিনি জানান, নিয়মিত আদালত খোলার দুই সপ্তাহ পর্যন্ত উচ্ছেদে নিষেধাজ্ঞা দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার,
সদরের সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড), এয়ারপোর্ট ম্যানেজার, সিভিল অ্যাভিয়েশন অথরিটি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.