লেবাননের বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশের ৫ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশটিতে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী।
সোমবার (১০ আগস্ট) লেবাননের বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানায়।
দূতাবাস থেকে আরও জানানো হয়, গত ৪ আগস্ট আনুমানিক বিকেল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতের বৈরুত পোর্টে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে বৈরুত পোর্টসহ বৈরুত এবং এর ১০ কিলোমিটার পরিসীমায় ব্যাপক ক্ষতি সাধিত হয়।