অবশেষে ভুটানে লকডাউন ঘোষণা

বিদেশফেরত এক নাগরিকের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর মঙ্গলবার দেশজুড়ে লকডাউন ঘোষণা দিয়েছে ভুটান।

কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাওয়ার পর ওই ব্যক্তি রাজধানী থিম্পুর অনেক বাসিন্দার সংস্পর্শে এসেছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভুটানে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ১১৩। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্বনিম্ন। তবে দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।

মার্চে এক মার্কিন পর্যটকের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর পর্যটনে নিষেধাজ্ঞার পাশাপাশি ভুটান কর্তৃপক্ষ বিদেশফেরত প্রত্যেককে তিন সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দিয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.