আগামী অর্থ-বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬.৮ হবে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার দুপুরে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংস্থাটি।
একইসঙ্গে সংস্থাটি বলছে, বাংলাদেশের সরকারি বিনিয়োগের কাজের গুনগত মান বাড়াতে হবে। অন্যদিকে বেসরকারি বিনিয়োগও স্থবির হয়ে পড়েছে।
এমতাবস্থায় জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে শিক্ষার গুনগত মান বাড়ানোর জন্য গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান ও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ।