তৈরি হবে তাঁদের পছন্দের পোশাক

1c71221ce8d34ce372db5017cb7a4d65-5গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে একসঙ্গে গেয়েছেন স্যার এলটন জন ও লেডি গাগা। এবার যুক্তরাষ্ট্রের একটি পোশাকের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন এই দুই মার্কিন শিল্পী। তাঁদের রুচি-পছন্দ ও সংগীত ঘরানার সঙ্গে মিল রেখে তৈরি হবে সীমিতসংখ্যক পোশাক ও পণ্য। ‘লাভ ব্রেভারি’ সিরিজের সেসব বিক্রির ২৫ শতাংশ যাবে তাঁদের দাতব্য প্রতিষ্ঠান ‘বর্ন দিস ওয়ে’ ও ‘এলটন জন এইডস ফাউন্ডেশন’।
মেসিস নামের ওই ব্র্যান্ডের মাধ্যমে পোশাক তৈরিতে সহায়তা করবেন লেডি গাগার বোন নাটালি জার্মানোটা ও ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল। এসবের মধ্যে থাকবে সাদা-কালো স্লিভলেস টি-শার্ট, ক্রপ টপ, সুয়েট শার্ট, কি-চেন, এনামেল পিন, ক্লাচ, রোদচশমা মতো আরও বেশ কিছু পণ্য। মে মাসের ৯ তারিখ থেকে মেসিস এর প্রায় দেড় শ দোকানে এসব পণ্য পাওয়া যাবে।
এলটন জনের সঙ্গে এ ধরনের একটি কাজে সম্পৃক্ত হতে পেরে অনেক সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন লেডি গাগা। এলটন জনও এতে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.