‘শ্রমিকরা হাতুড়ি-শাবল ফেলে মুক্তিযুদ্ধে অংশ নেন’

Hasina1462102734মুক্তিযুদ্ধে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বহু শ্রমিক হাতুড়ি-শাবল ফেলে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীনে অবদান রেখেছিলেন।’

রোববার মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার পর বাংলাদেশে বঙ্গবন্ধুই প্রথম পয়লা মে শ্রমিক সংহতি দিবস পালনের প্রচলন করেছিলেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল, উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে অনেক বন্ধ কারখানা আবার চালু করেছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.