বাঙালি সংস্কৃতির চর্চা ও উৎসব-আনন্দের মাধ্যমে সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট ভবনে বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলা নববর্ষের অনুষ্ঠান এখন কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সমগ্র বাঙালি জাতির উৎসবে পরিণত হয়েছে।
“এভাবে উৎসব ও আনন্দের মধ্য দিয়েই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে দাঁতভাঙা জবাব দেওয়ার সংকল্প নিতে হবে।”
দেশে সাম্প্রদায়িক গোষ্ঠীর ‘লাগাতার অপতৎপরতা’ রুখতে ‘মুক্তিযুদ্ধের চেতনা’য় সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য পালনের ধারাবাহিকতা ধরে রাখার ওপরও গুরুত্ব দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডেলীর এ সদস্য।
তিনি বলেন, “বাঙালির ইতিহাস-ঐতিহ্যের বৈশাখ বরণ উৎসব এখন আমেরিকাতেও হচ্ছে। এসবই বঙ্গবন্ধুর সোনার বাংলা রচনার ক্ষেত্রে এগিয়ে চলার ইঙ্গিত।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনসাল জেনারেল শামীম আহসান। সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কাদেরী কিবরিয়া।