প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার অবনতি

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
নতুন করে তার ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। দিল্লির আর্মি হাসপাতালকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব।
গত ১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির আর্মি হাসপাতালে।
মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পাশাপাশি তার করোনা পরীক্ষা করা হয়।
তাতে রিপোর্ট পজিটিভ আসে। অস্ত্রোপচারের পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখার্জীর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.