রাজধানীর কারওয়ান বাজারের মার্কেটে ১৮৬টি স্থায়ী দোকান ভস্মিভূত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
রোববার (০১ মে) রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে সঅংবাদিকদের এ কথা বলেন তিনি।
মেয়র আনিস বলেন, মার্কেটে ১৮৬টি স্থায়ী দোকান ছিলো। এছাড়া ছিলো বেশ কয়েকটি অস্থায়ী দোকান। অনেক শ্রমিক ওই মার্কেটেই থাকতেন।
‘প্রাথমিকভাবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।’
এর আগে রাত পৌনে ৮টার দিকে কারওয়ান বাজারের ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।