২২ আগস্ট থেকে খুলছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো

পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২২ আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতসহ সব বিনোদনকেন্দ্র।
স্বাস্থ্যবিধি মানতে ১৬টি শর্তে সব বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বিনোদন কেন্দ্রসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন জানান, স্বাস্থ্যবিধি মানা সংক্রান্ত বাধ্যতামূলক মাস্ক ব্যবহারসহ ১৬টি শর্তে আগামী শনিবার (২২ আগস্ট) থেকে বিনোদন স্পটগুলো উম্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কেউ শর্ত অমান্য করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.