রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অ্যালেক্সেই নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, নাভালনি এখন অচেতন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন।
বৃহস্পতিবার ইয়ারমিশ বলেন, প্লেনে করে সাইবেরিয়া থেকে মস্কো ফিরছিলেন নাভালনি।
কিন্তু মাঝপথে তিনি অসুস্থ হয়ে পড়লে বিমানের জরুরি অবতরণ করতে হয়।
এক টুইট বার্তায় নাভালনির মুখপাত্র লিখেন, অ্যালেক্সেইকে বিষপ্রয়োগ করা হয়েছে। অ্যালেক্সেই এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন।
ইয়ারমিশ বলেন, আমরা মনে করছি তার চায়ের সঙ্গে কিছু মিশিয়ে অ্যালেক্সেই বিষপ্রয়োগ করা হয়েছে। সকালবেলা তিনি শুধু চা-ই পান করেছিলেন।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, সাইবেরিয়ার ওমস্ক শহরে ১ নং ইমার্জেন্সি হাসপাতাল টক্সিকোলজি রোগী হিসেবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন নাভালনি।
হাসপাতাল প্রধানের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির অবস্থা গুরুতর।
আরও খবর