আসন্ন পবিত্র রমজান মাসে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজানের অফিস সময় নির্ধারণ হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, বৈঠকে রেলওয়ের সম্পত্তি আইন, ২০১৬-এর খসড়া অনুমোদন করা হয়েছে। প্রস্তাবিত এই আইন অনুযায়ী কেউ রেলের জমি অবৈধভাবে দখল করলে সর্বোচ্চ সাত বছরের জেল ও জরিমানা বিধান রাখা হয়েছে।