চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চালু হচ্ছে ডাবল ফ্লাইট

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। চারটি ফ্লাইটের স্থলে এখন থেকে ৮টি ফ্লাইট চলবে। করোনা পরিস্থিতিতে এয়ারলাইন্স বাণিজ্য ধরে রাখতে দু’দেশ এমন সিদ্ধান্ত নিল। খবর এবিসি নিউজের।

যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট এক ঘোষণায় জানিয়েছে, ইউনাইটেড এয়ার লাইন্স ও ডেলটা এয়ারলাইন্স তাদের ফ্লাইট দ্বিগুণ করার বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে। ৪ সেপ্টেম্বর থেকে ইউনাইটেড এয়ারলাইন্স প্রতি সপ্তাহে চারটি ফ্লাইটের স্থলে ৮টি ফ্লাইট পরিচালনা করবে। সান ফ্রান্সিসকো থেকে সাংহাই, সেখান থেকে সিউল হয়ে এসব ফ্লাইট চলবে।

এদিকে ডেলটা এয়ারলাইন্স সপ্তাহে দুটির স্থলে চারটি ফ্লাইট পরিচালনা করবে। বিপরীত দিকে এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং জিয়ামেন এয়ারলাইন্স সপ্তাহে চীনে চারটির স্থলে ৮টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওই ডিপার্টমেন্ট এই সিদ্ধান্তকে সঠিক ও সময়োপযোগী হিসেবে ঘোষণা দিয়েছে।

সূত্র: এবিসি নিউজ ও গ্লোবাল টাইমস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.