জঙ্গি দমনে বাংলাদেশ রোল মডেল: আইজিপি

f3d7f90a98a78acccb0f827fccd67c7f-imagesপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক দাবি করেছেন, জঙ্গি দমনে বাংলাদেশ রোল মডেল। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ২০১৩ সাল থেকে মোট ৩৭টি জঙ্গি হামলা হয়েছে। এর ৩৪টির কারণ পুলিশ উদ্‌ঘাটন করেছে। ছয়টি ঘটনায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। নির্ভুল অভিযোগপত্র দিতে চায় বলে পুলিশ সময় নিচ্ছে।

পুলিশের দেওয়া পরিসংখ্যান বলছে, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে জঙ্গি হামলার ঘটনা বাড়ছে। পুলিশ আগাম তথ্য পাচ্ছে না কেন?
এমন প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, পুলিশ আগাম তথ্য পেয়েছে বলেই ঘটনা কম ঘটেছে। না হলে ঘটনা অন্য রকম হতে পারত।

পুলিশকে যারা ব্যর্থ বলে, পুলিশের ব্যর্থতা নিয়ে কথা বলে, তাদের জবাব দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

অনেকেই ঝুঁকির মধ্যে আছেন। এ ব্যাপারে আইজিপি বলেন, ঘরে ঘরে নিরাপত্তা দেওয়া কঠিন।

সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো সম্পর্কে পুলিশপ্রধান বলেন, ‘তারা হাইফাই কেউ না। তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ নেই।’

সংবাদ সম্মেলনে র‍্যাব, ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.