নিলামেও ব্যর্থ কিংফিশার লোগো

downloadএবারও ব্যর্থ হলো বিজয় মাল্যের কিং এয়ারলাইন্সের বকেয়া ঋণের কিছুটা উদ্ধার করার প্রচেষ্টা। সম্প্রতি সংস্থার বিভিন্ন প্রতীক চিহ্ন (ট্রেডমার্ক) নিলামে তুলেছিল ১৭টি ঋণদাতা ব্যাংকের কনসোর্টিয়াম। ন্যূনতম দাম রাখা হয় ৩৬৬.৭০ কোটি টাকা। কিন্তু সেগুলো কিনতে দরই হাঁকলেন না কেউ। এর আগে গত মাসেও মুম্বাইয়ে সংস্থার অফিস কিংফিশার হাউস নিলামে তুলেছিল ঋণদাতা ব্যাংকগুলো। সেবারও সাড়া দেননি কেউই। মার্চেই কিংয়ের নয়টি ট্রেডমার্ক বাজেয়াপ্ত করেছিল কনসোর্টিয়াম। ২০১০-এ ঋণ নেয়ার সময়ে এগুলোই গ্যারান্টি হিসেবে স্টেট ব্যাংকের কাছে দাখিল করে সংস্থা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.