গাধা প্রাণীর নাম এটি আমাদের সবারই জানা।
তবে ‘কর্মে গাধা’ অবজ্ঞাসূচক হলেও গাধার দুধ খাওয়ার যে প্রচলন রয়েছে এটি আমাদের অনেকেরই অজানা।
তবে ‘গাধা’ শব্দের মতো এর দুধ কিন্তু সস্তা নয়! ভারতের বাজারে এক লিটার গাধার দুধের দাম প্রায় ৭ হাজার রুপি।
বাংলা টাকায় ৮ হাজার টাকার বেশি।
নবজাতক ও শিশুদের জন্য এ প্রাণীর দুধ খুবই কার্যকর।
তাইতো ভারতের অনেক রাজ্যেই এখন জনপ্রিয় গাধার দুধ।
গুজরাটসহ ভারতের অনেক রাজ্যেই এখন গড়ে উঠছে গাধার খামার। বিক্রি হচ্ছে প্রায় ৭ হাজার রুপিতে।