আফ্রিকা ও ভারতে ফ্লাইট চালাবে ইউনাইটেড এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স আফ্রিকা, ভারত ও হাওয়াই অঞ্চলে তাদের কার্যক্রম প্রসারিত করবে। করোনাভাইরাস মহামারীর মধ্যে যতটা সম্ভব পারা যায় ফ্লাইটগুলো লাভজনক করার চেষ্টাও করবে তারা। সিএনবিসির খবর।

শিকাগোভিত্তিক এয়ারলাইন্স কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, সপ্তাহে তারা তিনটি বিরতিহীন ফ্লাইট ওইসব অঞ্চলে শিগগির উদ্বোধন করবে।

ওয়াশিংটনের ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঘানার আক্রা, নাইজেরিয়ার লাগোসে ফ্লাইট আপাতত শরু হবে। হিউস্টন-লাগোস রুট ২০১৬ সাল পর্যন্ত চালু ছিল।

বিমানসংস্থাটি দৈনিক বিরতিহীন ভিত্তিতে নিউইয়র্ক, নিউজার্সি, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনেও ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান কমার্সিয়াল অফিসার অ্যান্ড্রু নিকোলা বলছেন, ভবিষ্যতে এভিয়েশন বাণিজ্য ভাল করা যাবে এরকম রুটে আমরা ফ্লাইট চালু করব।

এদিকে আগামী বসন্তে ভারতের ব্যাঙ্গালোর ও যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতেও দৈনিক ভিত্তিতে ফ্লাইট চালু করবে ইউনাইটেড।

প্রযুক্তিসমৃদ্ধ এসব অঞ্চলে তারা এভিয়েশন বাণিজ্য ছড়িয়ে দিতে চায়। বাণিজ্যিক যাত্রী ধরাই তাদের একমাত্র লক্ষ্য। এসব পদক্ষেপের মাধ্যমে তারা মূলত আমেরিকান এয়ারলাইন্সকে টেক্কা দিতে যাচ্ছে। কারণ আমেরিকান এয়ারলাইন্স আগামী শীতকালে সিয়াটল ব্যাঙ্গালোর রুট চালু করতে যাচ্ছে।
চলতি বছরের শেষে শিকাগো-নিউদিল্লী রুটেও ফ্লাইট পরিচালনা করবে ইউনাইটেড।

নিকোলা বলছেন, গত কয়েক বছর ধরে ব্যাঙ্গালোরে ফ্লাইট পরিচালনার জন্য অনুরোধ পাচ্ছে তারা।
প্রয়োজনে তারা প্রতিদিন একটি ফ্লাইট এ গন্তব্যে চালু করবে। এসবই নির্ভর করছে চলমান করোনা মহামারী কোন দিকে যায় তার ওপর।

কারণ ইউরোপসহ বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঢুকতে দিচ্ছে না। তবুও আমরা মনে করছি, করোনাকাল একদিন শেষ হবে। আবার সীমান্তগুলো খুলে যাবে। আমরা ভাল ভবিষ্যতের দিতে তাকিয়ে আছি।

করোনা মহামারী এভিয়েশনের চরিত্র বদলে দিয়েছে। এয়ারলাইন্সগুলোর নেটওয়ার্ক, যাত্রীদের গতিবিধি সবই পাল্টে দিয়েছে। তবে করোনাভাইরাস ভ্যাকসিন সে চিত্র পাল্টে দেবে বলে মনে করছে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.