রাস্তার পাশে পড়ে আছে সাদা কাপড়ে মোড়ানো একটা দেহ।
এলাকার মানুষ তার দিকে এগিয়ে আসে মৃত ভেবে। তাদের মধ্যে তৈরি হয় উত্তেজনা।
খবর দেয়া হয় পুলিশকে।
পুলিশ আশার পর শোরগোল আর রাস্তার চলাচল করা গাড়ির শব্দে হঠাৎ উঠে বসেন এক ব্যক্তি।
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটটিনের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির বাড়ি নাই।
তাই রাস্তার পাশেই ঘুমান। তবে বৃহস্পতিবারের ঘটনায় ভয় পেয়ে যান উপস্থিত লোকজন।
রাস্তা দিয়ে চলাচলকারীরা সেখানে দাঁড়িয়ে পড়েন। ফলে ভিড় জমে যায়।
একজন বলেছেন, লোকটি সাদা চাদর নিয়ে ভুল করেছে, রঙিন চাদর নেওয়া উচিত ছিল।