যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ৩ ট্রিলিয়ন ডলার

নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি।
করোনার তাণ্ডব মোকাবিলায় দেশটির নেয়া বিভিন্ন আর্থিক সহায়তা ও প্রণোদনা প্রকল্প ও কর্মসূচির কারণে বিশ্বের শীর্ষ অর্থনীতির এই যুক্তরাষ্ট্রে এরই মধ্যে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ ট্রিলিয়ন ডলারে।
এই ঘাটতির পরিমাণ ২০০৯ সালের তুলনায় দ্বিগুণ।
২০০৮ সালে আবাসন আর্থিক সংকটের কারণে এমন ঘাটতি মোকাবিলা করতে হয়েছিল ওয়াশিংটনকে।

বিবিসির খবরে বলা হয়েছে দেশটির অর্থ বিভাগ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ১৬ ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে।
এর মধ্যে করোনাভাইরাস মোকাবিলাতেই ব্যয় করতে হয়েছে ২ ট্রিলিয়ন ডলার।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.