জোরপূর্বক অস্ত্রোপচারের শিকার উইগুর নারীরা

নির্বাসনে থাকা একজন উইগুর চিকিৎসক প্রকাশ করে দিয়েছেন কীভাবে তিনি চীনের উইগুর ও অন্য সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর নারীদের অস্ত্রোপচার করতে বাধ্য হতেন।
ওই সব জনগোষ্ঠীর জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে চীন এ অমানবিক উপায় অবলম্বন করে।

জিনজিয়াংয়ে প্রায় ১ কোটি ১০ লাখ উইগুরের বসবাস।
গবেষকদের ধারণা, সেখানে অন্তত ১০ লাখ উইগুরকে বন্দিশিবিরে আটক করে রাখা হয়েছে।

জিনজিয়াং থেকে পাওয়া তথ্য বলে, উইগুরদের কড়া নজরদারি এবং বিধিনিষেধের মধ্যে রেখেছে চীন সরকার। বন্দিশিবিরে যারা আটক রয়েছেন, তাদের দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে বলেও জানা গেছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.