বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ১৯৯ জনে।
আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫৬৯ জনে।
এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৮ লাখ ৭ হাজার ৬৭ জন।
করোনা আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৮ হাজার ১২৮ জন।
বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে।
এনিয়ে ৬৬ লাখ ৭৬ হাজার ৬০১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।