মালয়েশিয়ায় গরম তেলে প্রাণ গেলো প্রবাসী বাংলাদেশির

মালয়েশিয়ায় একটি পাম ওয়েল প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় আব্দুল মান্নান মোল্লা নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মালয়েশিয়াভিত্তিক অনলাইন দ্য মালয়েশিয়া ইনসাইট এর এক খবরে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী মান্নান রোববার বেলা সাড়ে ১১টার দিকে ৪.৬ মিটার উচ্চতা থেকে উত্তপ্ত তেলের মধ্যে পড়ে যান।
এ সময় তিনি পাইপ স্থাপনের কাজ করছিলেন।
জেসিন জেলা পুলিশের প্রধান মিসপানি হামদান মান্নানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর বন্ধু মান্নানের পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসেন। কিন্তু তিনি কোনও কিছুই দেখতে পাননি। পরে কারখানার সুপারভাইজার পুলিশ এবং দমকলবাহিনীকে খবর দেন।
কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে, মান্নান দুই মাস ধরে তাদের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.